উপজেলা নির্বাচনে পরাজয়কে কেন্দ্র করে বিশ্বনাথে আ’লীগের ৩৬ নেতার পদত্যাগ

Thursday, February 27, 2014

আমাদের সিলেট ডটকম :

সদ্য সমাপ্ত বিশ্বনাথ উপজেলা নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীদের পরাজয়কে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নিজ নিজ পদ থেকে ৩৬ নেতা পদত্যাগ করেছেন।

গত বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের কাছে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এনিয়ে বিশ্বনাথে তোলপাড় সৃষ্ঠি হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর নিজ উপজেলায় এমন অবস’া নিয়ে রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পদত্যাগপত্র সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি গ্রহনযোগ্য মো. পংকি খান কে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করতে দলীয়ভাবে একক প্রার্থী ঘোষনা করা হয়। কিন’ পংকি খানকে প্রার্থী ঘোষনা করায় বিশ্বনাথে সর্বস-রের মানুষ মনে প্রাণে সমর্থন করে নিজ নিজ উদ্যোগে প্রচারনায় অংশ নেয়। কিন’ জেলা ও উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতার নেতৃত্বের দুর্বলতা ও আত্মঘাতী কর্মকান্ডের কারণে নিশ্চিত বিজয়ী প্রার্থীকে পরাজিত করার কারণে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি চরমভাবে ক্ষুব্ধ। এতে দলের সুনাম ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে। সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গ করা হয়েছে। ফলে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য হিসেবে ওই পরাজয়ের ব্যর্থতার দায়ভারের দায়িত্ব নিয়ে নিজ নিজ পদ থেকে এক পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতারা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান টুনু মিয়া মাস্টার, মো. ছয়ফুল হক, সহ-সভাপতি জবেদুর রহমান, বিমল চন্দ্র দাশ, যুগ্ন-সম্পাদক এইচএম ফিরোজ আলী, ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফখরউদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক সাজিদ আলী, কোষাধ্যক্ষ হেলাল আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবরুছ মিয়া, তথ্য ও গভেষনা সম্পাদক আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত চন্দ ধর, শ্রম বিষয়ক সম্পাদক বসারত আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শানুর হোসাইন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান- দে, সাস্কৃতিক বিষয়ক সম্পাদক সমর কুমার দাশ, সহ-প্রচার সম্পাদক বসির আহমদ ও, সদস্য ১৭, জন পদত্যগ করেন।

উল্লেখ্য ৬৭ জনকে নিয়ে গঠিত বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৩৬ জন এবার এক যোগে পদত্যাগ করেছেন। এর আগে বিদেশে রয়েছেন ২ জন ও ৩ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় অনর্-ভূক্ত হয়েছেন ৬ জন। ফলে বর্তমানে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে রয়েছেন মাত্র ২০ জন নেতা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License