আমাদের সিলেট ডটকম:
বড় দুই দলের অভ্যন্তরীর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েই সিলেট বিভাগের ৪ উপজেলায় মাঠে থেকে গেলেন ৮ বিদ্রোহী প্রার্থী। আসন্ন উপজেলা নির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বড়লেখা ও জামালগঞ্জে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল সোমবার। এ ৪ উপজেলাতেই আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট একক প্রার্থী নির্বাচন করলেও দুদলেই একাধিক প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি।
সিলেট বিভাগের ৪ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ২৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন নির্বাচন করছেন।
এ উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ৩১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষে আওয়ামী লীগের ৩ জন এবং বিএনপি ৫ জন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন। বিএনপির এই ৫ জনের উপজেলায় ১৯ দলের পক্ষ থেকে জামায়াত প্রার্থীকে সমর্থণ দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুরমা : আওয়ামী লীগের আবু জাহিদ, ১৯ দলের পক্ষে জামায়াতের লোকমান আহমদ, বিএনপির বিদ্রোহী আলী আহমদ ও এটিএম ফয়েজ, স্ট^তšú খালেদ আহমদ, মো. রফিক, মো. তয়ৈবুর রহমান।
ফেঞ্চুগঞ্জ : আওয়ামী লীগের আবদুল বাসিদ টুটুল, বিদ্রোহী নুরুল ইসলাম ও ফয়সল আজাদ খান, ১৯ দলের পক্ষে জামায়াতের সাইফুল¬াহ আল হোসাইন, বিএনপির বিদ্রোহী ওহিদুজ্জামান সুফি চৌধুরী, এডভোকেট সুলতানা রাজিয়া ডলি ও মো. আফতাব আলী, জাতীয় পার্টির তোফায়েল আহমদ তফাদার, প্রবাসী কমিউনিটি নেতা মনির আলী।
বড়লেখা : আওয়ামী লীগের রফিকুল ইসলাম সুন্দর, বিএনপির আবদুল হাফিজ, জাতীয় পার্টির আবদুল আহাদ ও জামায়াতের এমদাদুল ইসলাম।
জামালগঞ্জ : আওয়ামী লীগের রেজাউল করিম শামীম, বিদ্রোহী ইউসুফ আল আজাদ, বিএনপির শামসুল আলম তালুকদার।
মনোনয়ন প্রত্যাহার শেষে সিলেট বিভাগের ৪ উপজেলায় বড় দুই দলেই বিদ্রোহী প্রার্থী
Monday, February 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment