আমাদের সিলেট ডটকম:
বালাগঞ্জ উপজেলার জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি ব্যালট বাক্স ছিনতাই করেছে সরকার দলীয় প্রার্থী মোস্তাকুর রহমান মফুরের সমর্থকরা। বিকেল সাড়ে ৫টার দিকে বাক্স দুটি পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আজ বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর জনকল্যাণ সবগুলো বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে। এ সময় একটি করে বাক্স খুলে গণনার দাবী জানায় আনারস প্রতীকের প্রার্থী মোস্তাকুর রহমান মফুরের এজেন্ট। এ নিয়ে প্রিজাইডিং অফিসার অজয় কুমার রায়ের সাথে কথা কাটাকাটি হয় ঐ এজেন্টের। এক পর্যায়ে ১৯ দলের প্রার্থী আবদাল মিয়ার এজেন্টদের সাথে মফুরের এজেন্টদেরও বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মফুরের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজনের তোপের মুখে পড়ে একটি কক্ষে আত্মগোপন করতে বাধ্য হন প্রিজাইডিং অফিসার।
ঘটনাস্থল থেকে সাংবাদিক জিল্লুর রহমান জিলু জানান, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ হওয়া ব্যালট বাক্স দুটি উদ্ধারে তল্লাশী শুরু করে পুলিশ। বিকেল সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে বাক্স দুটি উদ্ধার করা হয়।
বালাগঞ্জের জনকল্যাণ কেন্দ্রে দুটি ব্যালট বাক্স ছিনতাই করেছে সরকার দলের সমর্থকরা
Thursday, February 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment