আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্রিটেনের সাথে বাংলাদেশ তথা সিলেটের সম্পর্ক অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। ব্রিটেনের বিভিন্ন শহরে সিলেট অঞ্চলের প্রচুর মানুষ স্থায়ীভাবে বসবাস করে সেখানের অর্থনীতি, রাজনীতিতে এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছেন। এই সম্পর্ককে সুদৃঢ় করতে লেবার পার্টির নর্থহ্যাম্পটন শাখার কর্মকর্তাদের সিলেট সফর অত্যন্ত তাৎপর্যময়। আমি আপনাদেরকে পূণ্যভ‚মি সিলেটে স্বাগত জানাচ্ছি।
সোমবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল ব্রিটেন লেবার পার্টির নর্থহ্যাম্পটন শাখার ভাইস চেয়ারপার্সন, আগামী পার্লামেন্ট নির্বাচনে নর্থহ্যাম্পটন আসন থেকে লেবার দলের মনোনীত প্রার্থী, নর্থহ্যাম্পটন সিটির কাউন্সিলর ড্যানিয়েল স্টোন-এর নেতৃত্বে সিলেট সফররত লেবার পার্টির এক প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন জাস্টিস অফ পিস জুবের মিয়া, লেবার পার্টির নর্থহ্যাম্পটন শাখার সেক্রেটারি জ্যুয়ে স্মিথ, মহিলা কর্মকর্তা রূপিয়া আশরাফ, পলিটিক্যাল এসিস্টেন্ট গ্রæপ লিডার বেন ওয়েশন, কমিউনিটি এ্যাক্টিভিজিট এন্ড স্টুডেন্ট সারাহ ফেরদৌস, নর্থহ্যাম্পটন সিটি কাউন্সিলর প্রার্থী লেবার পার্টির সদস্য এনামুল হক ও লেবার পার্টির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী। এ সময় সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা মিনহাজুল ইসলাম, গোলাম হোসেন সোহেল ও জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবি সেহেল-আল রাজী চৌধুরী, সায়মন ইসলাম খান ও তানিম আহমদ, চ্যানেল ‘এস’-এর সিলেট বিভাগীয় ব্যুরো চিফ মো. মঈন উদ্দিন মঞ্জু।
মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎকালে লেবার পার্টির প্রতিনিধি দলের সদস্যবৃন্দ সিলেট মহানগরির বিভিন্ন বিষয়ে জানতে চান। মেয়র তাদেরকে বিস্তারিত বিষয় অবগত করেন। এ সময় নর্থহ্যাম্পটন সিটি কাউন্সিলের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে একটি ক্রেস্টসহ বিভিন্ন সামগ্রি উপহার দেয়া হয়। নগরবাসির পক্ষ থেকে মেয়র অতিথিদেরকে চা-চক্রে আমন্ত্রণ জানান এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন। প্রতিনিধি দল সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে নর্থহ্যাম্পটন সিটি সফরের আমন্ত্রণ জানান।
পরে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ নগরির শোভা দেখতে সুরমা নদীর তীর, ঐতিহাসিক শারদা স্মৃতি ভবন, চাঁদনী ঘাটের সিঁড়ি, আলী আমজদের ঘড়ি এবং সিলেট সার্কিট হাউজ পরিদর্শন করেন।
ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ:ব্রিটেনের সাথে বাংলাদেশ তথা সিলেটের সম্পর্ক অত্যন্ত আন্তরিক ও হৃদয়তাপূর্ণ -সিটি মেয়র মো. আরিফুল হক চৌধুরী
Monday, February 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment