বিএনপি-জামাত জোট দেশের মানুষকে খাম্বা দিয়েছিল আর
আওয়ামী লীগ ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার ৫ বছরে বিদ্যুতের নামে দেশের মানুষকে খাম্বা দিয়েছিল আর আওয়ামী লীগ সরকার সাড়ে ৪ বছরে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে দেশের নতুন আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু সিলেট ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে, আন্তরিকতার সাথে কাজ করলে দেশের উন্নয়ন করা যায়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সন্ত্রাস, মানিলন্ডারিং ও জঙ্গীবাদের কালো তালিকা থেকে মুক্ত করেছে।
প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন, শান্তি ছাড়া উন্নয়ন হয়না।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যায়। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের জন্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন; কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা প্রতিহিংসা ছাড়া আর কিছুই করতে পারেনি।
আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে ব্যাহত করতে এমন কোন পরিস্থিতি তৈরি না করতে সবার প্রতি তিনি আহ্বান জানান।
একই সাথে প্রধানমন্ত্রী টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।
No comments:
Post a Comment