আমাদের সিলেট ডটকম:
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নের কাজ শুরু করেছে বিএনপি। মনোনয়নপত্র দাখিলকারী বিএনপির ৪ নেতাকে ঢাকায় ডেকে নেয়া হয়েছে। আজ শনিবার একক প্রার্থী নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী বিএনপির চার চেয়ারম্যান প্রার্থীকে ঢাকায় তলব করে কেন্দ্রীয় কমিটি। দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন তাদের ৪ প্রার্থীকে ফোন দিয়ে ঢাকায় যাওয়ার কথা জানান। কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে গতকাল রাতেই ৪ জন ঢাকায় পৌঁছেছেন।
সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে তারা বৈঠক করবেন। ওই বৈঠকে সিলেট সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
মনোনয়নপত্র জমাদানকারী চার চেয়ারম্যান প্রার্থী হলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত ঘোষিত কমিটির সভাপতি শাহ জামাল নূরুল হুদা ও সহ সভাপতি আলহাজ্ব শহীদ আহমদ।
শাহজামাল নুরুল হুদা জানান, তিনি আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন। বাকী তিন জন গতকাল রাতে রওয়ানা দিয়েছেন। তিনি জানান, ডা. শাখাওয়াত হাসান জীবন ফোন করে বলেছেন ঢাকায় যেতে। তাই তারা যাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত যাই হোক মেনে নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে হুদা বলেন, আগে দলীয়ভাবে আলোচনা হোক, তারপর নিজের সিদ্ধান্ত জানাব। হাইকমান্ড তাকেই মনোনয়ণ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন শাহ জামাল নুরুল হুদা।
এদিকে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সাজ্জাদ আলী নামের এক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঋণ খেলাপির জন্য মনোনয়ন বাতিল করা হয়। এ ব্যাপারে সাজ্জাদ আলীর সাথে গতরাতে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়ায়।
উল্লেখ্য, সদর উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ। ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
একক প্রার্থীর সিদ্ধান্ত আসতে পারে আজই; সদর উপজেলা নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থী ঢাকায়
Friday, February 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment