রাস্তা আটকে টি টুয়েন্টি বিশ্বকাপের থিম সং পরিবেশন : জনদুর্ভোগ

Saturday, March 1, 2014

আমাদের সিলেট ডটকম:

ব্যস্ত সড়ক আটকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে পরিবেশিত হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের থিম সং-‘চার ছক্সা হৈ হৈ, বল গড়াইয়া দেল কই’। সেই সাথে চলেছে তরুণ তরুণীদের উদ্দাম নৃত্য। আর এ কারণে শুধু ঐ সড়কগুলো নয়, পুরো নগর জুড়েই লেগে যায় যানজট। সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। পবিত্র নগরী হিসেবে পরিচিত বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেটের রাজপথে নর-নারীর এমন উদ্দাম নৃত্য যথেষ্ট বিরক্তিরও উদ্রেক করেছে সিলেটে ধর্মপ্রাণ মানুষের মাঝে।

জানা গেছে, বিসিবি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রচারণার অংশ হিসেবে আজ সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে পরিবেশন করা হয় বিশ্বকাপ ক্রিকেটের থিম সং। সাউন্ড সিস্টেমের পরিবেশন করা হয় গান। সেই সাথে রাস্তার উপরেই গানের সাথে তাল মিলিয়ে নেচে যান ২০-২৫ জন তরুণ তরুণী। এ নৃত্য দেখতে তরুণ তরুণীদের ঘিরে ভীড় করেন কৌতুহলী জনতা।

দুপুর ১২টার দিকে নগরীর ব্যস্ততম চৌহাট্টা এলাকায় গান ও নাচ পরিবেশন করেন এই তরুণ তরুণীর দল। এ সময় চৌহাট্টা সংগ্ন ভিআইপি রোড ও জিন্দাবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চৌহাট্টা-রিকাবীবাজার, চৌহাট্টা-জিন্দাবাজার, চৌহাট্টা-মিরবক্সটুলা ও চৌহাট্টা-আম্বরখানা সড়কে ছড়িয়ে পড়ে এই যানজট

একই ভাবে কীন ব্রীজের উত্তরপ্রান্তে সুরমা পয়েন্টে বিকেল সাড়ে ৪টা থেকে রাস্তা দখল করে পরিবেশন করা হয় এই থিম সং। এ সময় কোর্ট মসজিদ এলাকায় নামাজ পড়ে বেরিয়ে আসার মুসল্লীদের বিব্রতকর অবস্থার মুখোমুখী হতে হয়। সেই সাথে ঐ সড়ক অতিক্রমকারী পথচারী মহিলা ও তর্বণীরাও পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। নৃত্য পরিবেশনকারীদের ঘিরে ব্যাপক জটল সৃষ্টি হওয়ায় ক্বীন ব্রীজেও ব্যাপক যানজটের সৃষ্টি হলে পথচারী ও যানবাহন আরোহীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা গেছে, টি-টুয়েন্টি বিশ্বকাপ উন্মাদন ছড়িয়ে দিতে এই নগরীতের এই থিম সং পরিবেশনার উদ্যোগ নেয়া হয়। ‘চার-ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’-এর শিরোনামের এই গানের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক তানজিল। গানে কন্ঠ দিয়েছেন সাত শিল্পী-কনা, এলিটা, পান’ কানাই, জন আলমগীর, সানভীর হুদা, পূজা ও কৌশিক। গানটি লিখেছেন আনাম বিশ্বাস ও রিফাত আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সিলেটের রাজপথে গানটির সাথে রাস্তায় নাচার জন্য ঢাকা থেকে আনা হয়েছে ঈগল ড্যান্স কোম্পানির তরুণ ও তরুণী নাচিয়েদেরকে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License