ঢাকায় সংবাদ সম্মলনে বোনোয়ার ৭ দফা দাবি উত্থাপন ॥ কমিটি ঘোষণা
বাংলাদেশ অনলাইন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন-বোনোয়ার ঢাকার দিলকুশাস্থ অস্থায়ী কার্যালয়ে ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক ইসলামনিউজ২৪.কম সম্পাদক আবদুল্লাহ জিয়া।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং গণমাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, যেহেতু প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম শিল্প হিসেবে ঘোষিত হয়েছে সেহেতু অনলাইন নিউজ পোর্টালকে আইসিটি খাতের সেবাভিত্তিক কুটির শিল্পে রূপদান করতে হবে ও এ খাতে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে, খসড়া অনলাইন নীতিমালায় নিউজ পোর্টালের বিষয়ে জামানতের যে অযৌক্তিক বিধান রাখা হয়েছে তা বাতিল করতে হবে, কারণ জামানত প্রথায় এই শিল্পের যথাযথ বিকাশ বাধাগ্রস্ত হবে, সরকারি বিভিন্ন কাজের দরপত্রের বিজ্ঞাপন ও ক্রোড়পত্র অনলাইন পত্রিকায় প্রকাশ করতে হবে, বাংলাদেশ থেকে পরিচালিত সকল অনলাইন পত্রিকার জন্য একটি ওয়েবসাইট সরকারিভাবে চালু করতে হবে, যাতে সকল অনলাইন পত্রিকার তথ্য যে কেউ জানতে পারে, সরকারি অনুমোদনের জন্য সকল কার্যক্রম একই দফতরে সীমাবদ্ধ রাখতে হবে, অপসাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন শাস্তির বিধান রেখে শিল্পের প্রতি গুরুত্ব দিতে হবে এবং এই শিল্পের যথাযথ বিকাশ, পেশাগত দক্ষতা ও মর্যাদা বাড়ানোর প্রয়োজনে একটি স্বতন্ত্র মনিটরিং সেল গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে বোনোয়াকে সাংগঠনিকভাবে পূর্ণতা দেয়ার প্রয়োজনে ইসলামনিউজ২৪.কম সম্পাদক আব্দুল্লাহ জিয়াকে আহবায়ক এবং বিডিভিউ২৪.কম সম্পাদক মোহাম্মদ নাবিলকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়।
আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
No comments:
Post a Comment