আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের মিশন লাইনে বাবাকে পাখি শিকারের গুলতি দিয়ে আহত করার প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে এক বখাটে যুবক।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে মিশন লাইনের মধু দিও বাগান দিয়ে হেটে যাওয়ার সময় একই বাগানের সুমন সাংমা পাখি শিকারের গুলতি দিয়ে তাকে আহত করে। এ ঘটনায় মধু দিও’র ছেলে বিমল দিও রাত প্রায় নয়টার দিকে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য রাফায়েল রুপসাই এর বাড়ীতে বিচার দিতে যায়। এতে সুমন ক্ষিপ্ত হয়ে বাড়ি ফেরার পথে পিছন থেকে বিমলকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে বুধবার সকালে থানার এস.আই.কামাল হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। এ ব্যাপারে নিহতের পিতা মধু দিও বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
মাধবপুরে পিতাকে আহত করার বিচার চাইতে গিয়ে পুত্র খুন
Wednesday, February 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment