মৌলভীবাজারে ৭ হাজার শিক্ষার্থীকে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-অভিভাবকরা

Sunday, February 23, 2014

মৌলভীবাজারে ৭ হাজার শিক্ষার্থীকে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষার


দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-অভিভাবকরা


altবড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের ৫টি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থী ও ১২৪ জন শিক্ষক-শিক্ষিকাকে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার ২৩ ফেরুয়ারি দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে শিক্ষক-অভিভাবকরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন, ইতি রাণী বৈদ্য, আনোয়ার হোসেন, মিনহাজ উদ্দিন ও হাছিনা বেগম।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এফআইভিডিবির পরিচালনায় বড়লেখা, জুড়ী, রাজনগর, কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর উপজেলায় ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪ জন শিক্ষক ৬ হাজার ৯শ ৫০ জন শিক্ষার্থীকে পাঠদান চলে আসছিলেন।

এফআইভিডিবির জনশীলন প্রকল্পের এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ হলে সরকার, বেসরকারি সংস্থা বা দানশীল কোন ব্যক্তির কাছে হস্তান্তরের আইন থাকলেও তা না করেই ২০১৩ সালের ডিসেম্বর মাসে কার্যক্রম স্থগিত করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা দারুণ বিপাকে পড়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License