আমাদের সিলেট ডটকম:
বড়লেখার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সরকারদলীয় হুইপ বলেন, ইসলামের নামে জামায়াত-শিবির দেশে জঙ্গীবাদের উত্থান ঘটায়। মানুষ পুড়িয়ে মারে, আগুন দেয়, হিংস্র রাজনীতি করে। পুলিশের ওপর আক্রমণ করে, পুলিশকে হত্যা করতেও পিছপা হয় না। আলাহু আকবার বলে মুসলিম হয়ে আরেক মুসলিমকে হত্যা করে এরা ইসলামের শত্র“, জাতির শত্র“, দেশেরও শত্র“। বাংলাদেশ পুলিশ এখন বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করছে। পুলিশের উন্নয়নে সরকার কাজ করছে। তাই তিনি পুলিশকে জনগণের সেবক হয়ে নিরলসভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সোয়েব আহমদ, উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, কুলাউড়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন পিপিএম, বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম, ওসি (তদন্ত) ওয়াকিল উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পূর্ব মুড়িয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্র্মাণের অন্যতম উদ্যোক্তা সাবেক ইউপি সদস্য রহিম উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্র্মাণের অন্যতম উদ্যোক্তা সমাজসেবক রফিক উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এমএ হোসেন আলম।
অনুষ্ঠানে তাৎক্ষণিক অনেক দানশীল ব্যক্তি ভবন নির্মাণের জন্য আর্থিক অনুদানের ঘোষণা দেন। স্থানীয় ও শাহবাজপুরবাসীর অর্থায়নে নির্মিতব্য এ পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণে ব্যয় হবে প্রায় ১২ লাখ টাকা।
বড়লেখার সীমান্তবর্তী শাহবাজপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন উদ্বোধন করলেন হুইপ শাহাব উদ্দিন
Sunday, February 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment