আমাদের সিলেট ডটকম:
দোয়ারাবাজারে নকল স্বর্ণালংকার গছিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে আক্বত ও কাবিন স্বাক্ষরের পরও ভেঙ্গে গেল একটি বিয়ে। কনের জন্য উপহার হিসেবে আনা বরের অলংকারগুলো স্বর্ণের নয়, এমন অভিযোগে শেষ পর্যন্ত বরের হাতে তুলে দেয়া হয়নি ঐ কনেকে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে।
ঘটনাটি ঘটেছে উত্তর মহল্লার আব্দুর রহমানের বাড়িতে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব ওরফে কটারি মিয়ার পুত্র বর আমির উদ্দিন দু’শতাধিক বরযাত্রীসহ তার হবু শ্বশুরবাড়িতে উপসি’ত হন। প্রথম পর্বে যথারীতি কাবিন সম্পাদন ও আক্বদ সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে খাওয়া-দাওয়া অনুষ্ঠিত হয়। এ সময় কনেকে সাজানোর জন্য আনা এক সেট স্বর্ণালংকার দেয়া হয় কনের পরিবারের হাতে। এ সময় স্বর্ণালংকারগুলো দেখে সন্দেহ হয় কনে পক্ষের। তারা বরের দেয়া ঐ উপহার স্বর্ণের নয় বলে চ্যালেঞ্জ করেন। এ নিয়ে উভয় পক্ষে চলে কথা কাটাকাটি। এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন স্বর্ণালংকারগুলো নিয়ে স’ানীয় বাজারে স্বর্ণকারকে দেখান। স্বর্ণকারও বলে দেন, এগুলো স্বর্ণের তৈরী নয়। ফলে, দু’পক্ষে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে কনের পরিবার কনেকে বরের হাতে তুলে দিতে অপারগতা প্রকাশ করেন। উভয় পক্ষের মুরুব্বীরা ব্যাপক আলোচনা করেও কোন সিদ্ধানে- আসতে পারেননি। অবশেষে দীর্ঘক্ষন অপেক্ষার পরও বিষয়টির কোন সুরাহা না হলে কোনো উপায়ান্তর খোঁজে না পেয়ে মধ্যরাতে নিঃসঙ্গ বর আমির উদ্দিন বিফল মনোরথে বিয়ে বাড়ি ত্যাগ করে।
বরের বড় ভাই মঈন উদ্দিন জানান, ভাইয়ের বিয়েতে উপহার হিসেবে দেয়ার জন্য তার এক মধ্যপ্রাচ্য প্রবাসী ভাই স্বর্ণাংকারগুলো মধ্যপ্রাচ্য থেকে পাঠান। কিন’ এগুলো যে স্বর্ণালংকার নয়, তা তাদের জানা ছিলনা।
জানা গেছে, স্বর্ণালংকারগুলো বরের পরিবারকে ফিরিয়ে দিয়েছে কনের পরিবার।
নকল সোনার গয়না গছানোর চেষ্টা, বিয়ের আসরে আক্বদের পরও কনে ছাড়াই ফিরে গেলেন বর
Friday, February 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment