মৌলভীবাজারে বাস চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Saturday, March 1, 2014

আমাদের সিলেট ডটকমঃ

মৌলভীবাজার-শেরপুর সড়কের ঘোড়াখাল নামক স্থানে বাস চাপায় গুর্বতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একটি মোটর সাইকেলের দুই আরোহী। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আহত দুজনই মারা যান।

নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলা সাধুহাটি গ্রামের জিলৱুর রহমান (৪৮) ও একই উপজেলার সরকারবাজার গ্রামের সুবিল মিয়া (২০)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে জিলৱুর রহমান ও সুবিল মিয়া দুপুরে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। ঘোড়াখাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাস তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে জিল্লুর রহমান ও সুবিল মিয়া দুজনেই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসমানী হাসপাতালে ভর্তির করার পর বিকেল ৩টার দিকে জিলৱুর রহমান ও সুবিদ মিয়া মৃত্যুবরণ করেন।

ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করা যায়নি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License