আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করার অপরাধে কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত ॥ তদন্ত কমিটি গঠন

Thursday, February 27, 2014

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করার অপরাধে


কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত ॥ তদন্ত কমিটি গঠন


অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালের ঘটনায় মাহনকাঠী আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফকরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় এই স্বাক্ষর জালিয়াতির খবর প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। এর পরিপ্রেক্ষিতে মাহনকাঠী আদর্শ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এই জালিয়াতির ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে আহ্বায়ক এবং ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য তরিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শ্যামল কর গুপ্ত, শক্তিপদ অধিকারী ও অমিয়লাল চৌধুরীকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত অধ্যক্ষ ২০১১ সালের ১৯ জুন যোগদানের পর থেকে এ পর্যন্ত আর্থিক, প্রশাসনিক, একাডেমিক ও আনুসঙ্গিক বিষয়ে বিস্তারিত তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দেয়ার তদন্ত কমিটিকে জন্য নির্দেশ দেয়া হয়।

অভিযোগ, অধ্যক্ষ ফকরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে বিভিন্ন কাজের জন্য কাগজপত্র প্রেরণের চেষ্টা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License