নবীগঞ্জবাসীকে নিয়ে কটুক্তি করায় ক্ষমা প্রার্থনার জন্য সমাজকল্যাণ
মন্ত্রীকে আল্টিমেটাম ॥ অন্যথায় কঠোর আন্দোলন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাবাসীকে নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর কটুক্তির প্রতিবাদে শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে কিবরিয় চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সমাজকল্যাণ মন্ত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে নবীগঞ্জবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সময় বেঁধে দিয়ে বলা হয়, অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আউশকান্দি র. প. উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা ফজলুল চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেপু, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, বিশিষ্ট সমাজ সেবক মইনুল আমীন বুলবুল, মহিলা আওয়ামী লীগ নেতা দিলারা বেগম, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শাফিউল আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান হারুন, আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক জাহান চৌধুরী, সাবেক ফুটবলার প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ভাতিজা শাহ গোলাম মুর্শেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. এ আহমদ আজাদ, অ্যাডভোকেট শাহজাহান সিরাজ, ইউপি মেম্বার আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম বকুল, জাতীয় পার্টি নেতা মুরাদ আহমদ, কৃষক লীগ নেতা ফরহাদুজ্জামান মুহিত, বিশিষ্ট মুরব্বি শামসুল ইসলাম কণা মাস্টার, সুহুল আমীন, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান নোমান প্রমুখ।
No comments:
Post a Comment