আমাদের সিলেট ডটকম:
বিশিষ্ট লেখক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি রাগিব হোসেন চৌধুরী বলেছেন, হাছনাত আনোয়ার একজন পরিশ্রমী লেখক। কাকন ফকিরের গান- তার গানের একটি সমৃদ্ধ সংকলন। প্রবাসেও কর্মব্যস্ত জীবনে তার সাহিত্য সাধনা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের হাজার বছরের সংস্কৃতি চর্চায় গান জীবনের প্রাচুর্য ও বিকাশের উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রবাসী লেখক হাসনাত মুহা. আনোয়ারের গীতিবাক্য গ্রন্থ কাকন ফকিরের গান- এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কৈতর প্রকাশনা সিলেট-এর উদ্যোগে প্রকাশনীর পরিচালক সেলিম আউয়ালের সভাপতিত্বে রোববার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
কবি মামুন হোসেন বেলালের পরিচলনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন কবি সাহিত্য সমালোচক মুসা আল হাফিজ। আলোচনার অংশ নেন কবি গবেষক তাবেদার রসুল বকুল, মাসিক বিশ্ববাংলা সম্পাদক মুহিত চৌধুরী, কবি কামাল তৈয়ব, মাসিক আল ইসলাহ সম্পাদক সৈয়দ মবনু, দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক এডভোকেট আবদুল মুকিত অপি। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ জাফরান।
মুহিত চৌধুরী বলেন, সঙ্গীতের ক্ষেত্রে আমরা মরমী বাউল ইত্যাদি তালগোল পাকিয়ে ফেলি। এ বিষয়গুরো লক্ষ্য রাখতে হবে।
কামাল তৈয়ব বলেন, হাসনাত দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, কাকন ফকিরের গানে এর সুস্পষ্ট ছাপ পড়েছে।
সৈয়দ মবনু বলেন, হাসনাত আনোয়ারের লেখা তার পরিশ্রমের উৎকৃষ্ট ফসল।
এডভোকেট আব্দুর মুকিত অপি বলেন, একটি গ্রন্থ একজন লেখকের পাসপোর্ট স্বরুপ। তেমনি কাকন ফকিরের গান হাসনাতের একটি উত্তম পাসপোর্ট।
মূল প্রবন্ধে কবি মুসা আল হাফিজ বলেন, হাসনাত আনোয়ার তার গানে যে সুগভীর জীবনাভূতি ব্যক্ত করেছেন, যে সরল দক্ষতায় ভাবনার উদ্যান নির্মান করেছেন, তাতে গানমুগ্ধ বাঙালী বিশাল আশার ক্যানভাসে তাকে অবলোকন করতেই পারে।
সভাপতির বক্তব্যে সেলিম আউয়াল বলেন, কবি হাসনাত আনোয়ার একজন লেখক ও কবি হিসেবে সুপরিচিত। বিশেষ করে গবেষনা ক্ষেত্রেও তিনি সাফল্যের চিহ্ন রাখতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে কবির লেখা থেকে পাঠ করেন হোসনে আরা কলি, মাসুদা সিদ্দিকা রুহি,আমিনা শহীদ চৌধুরী মান্না, নাঈমা চৌধুরী, তাসলিমা খানম বিথি, জালাল আহমদ জয়, বশির উদ্দিন, আব্দুল মালিক, মাহফুজুর রহমান তাহমিদ, সৈয়দ কামরুল হাসান, আজিম হিয়া, মিনহাজ ফয়সল, শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।
কাকন ফকিরের গান’র প্রকাশনা: সংস্কৃতি চর্চায় গান জীবনের প্রাচুর্য ও বিকাশের উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে -রাগিব হোসেন চৌধুরী
Sunday, February 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment