সকল মৌলবাদী স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীকে রাজনৈতিক ও
সামাজিকভাবে নির্মূলের শপথ নিয়ে স্বাধীনতার মাস বরণ
নিজস্ব প্রতিবেদক : সকল মৌলবাদী, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীকে রাজনৈতিক ও সামাজিকভাবে নির্মূল করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট স্বাধীনতার মাস মার্চকে বরণ করেছে।
এ উপলক্ষে শনিবার পয়লা মার্চ সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বীর শহীদদের স্মৃতির প্রতি। সবশেষে শপথ গ্রহণ করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ। এ সময় উপস্থিত সবাই বুকের সমান করে সামনের দিকে হাত বাড়িয়ে ধরে দৃপ্তকণ্ঠে শপথবাক্য উচ্চারণ করেন।
শপথবাক্যে বলা হয়, আমাদের মুক্তিযোদ্ধারা যে সাহস, মনোবল ও দেশপ্রেম নিয়ে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদেরকে পরাজিত করেছিলেন আমরাও সেই সাহস, মনোবল ও দেশপ্রেম নিয়ে পাকিস্তানি প্রেতাত্মাদেরকে এ দেশ থেকে নির্মূল করবো।
এতে আরো বলা হয়, সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্ন-ভিন্ন করে আমরা ত্রিশলাখ শহীদ, ইজ্জতহারা দুলাখ মা-বোন ও জাতির জনকের স্বপ্ন পূরণ করবোই।
No comments:
Post a Comment