শীর্ষ নিউজ, টাঙ্গাইল : ছিনতাইয়ের পর আটক জেএমবি সদস্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।সোমবার ভোর রাতে টাঙ্গাইলে অভিযানে বের হলে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।টাঙ্গাইল সদর সার্কেলের এএসপি হাফিজ আল আক্তার বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, রাকিব হাসানকে নিয়ে সোমবার ভোর রাতে অভিযানে বের হয় পুলিশ। মির্জাপুর-সখীপুর সীমান্তবর্তী বাঁশতৈল এলাকায় পৌঁছার পর জেএমবি সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গুলি বিনিময়ের পর রাকিব হাসান গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন বলে তিনি জানান।এর আগে রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে জেএমবি সদস্যরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দুই ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ তিন আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। ছয় ঘণ্টা পর পুলিশ টাঙ্গাইলের সখীপুর থেকে রাকিব হাসানকে আটক করে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment