প্রধানমন্ত্রীর আসনে বিএনপির উপজেলা চেয়ারম্যান

Monday, February 24, 2014

নতুন বার্তা, রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ মন্ডল বেসরকারিভারে নির্বাচিত হয়েছেন। মন্ডল পেয়েছেন ৭৪ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছায়াদত হোসেন বকুল পেয়েছেন ৭০ হাজার ৮৭৭ ভোট।

সোমবার সকালে পীরগঞ্জে উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা ১২টার পর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ৭০ থেকে ৭৫ ভাগ ভোট কাস্টিং হয়েছে বলে দাবি করেছেন।


নানা কারণে এই উপজেলা নির্বাচনটি ছিল আলোচিত। সারা দেশের মধ্যে একদিনে একমাত্র নির্বাচন এটি। উপজেলা নির্বাচনের ১ম ধাপে গত ১৯ ফেব্রয়ারি পীরগঞ্জে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও তা পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়। দশম সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি এ আসনটি ছেড়ে দেন। তারপর এখানে উপনির্বাচনে প্রার্থী হন ড. শিরিন শারমিন চৌধুরী। কোনো প্রার্থী না থাকায় শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন তিনি। পরে স্পিকার হিসেবে শপথ নেন শিরিন শারমিন চৌধুরী।


চূড়ান্ত ফলাফল ঘোষণা কয়েক ঘন্টা আগে ১৯ দল সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, পীরগঞ্জ উপজেলার ১১ ও ১৩ নম্বর ইউনিয়নের পাঁচটি ভোট কেন্দ্রে আওয়ামী সমর্থিতরা নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং করার জন্য ব্যালট পেপারসহ প্রিজাইডিং অফিসারদের আটকে রেখেছে।


ভোটগ্রহণকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র্যা ব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License