দোয়ারাবাজারে ট্রলির ধাক্কায় টেম্পো উল্টে ১১ এসএসসি পরীক্ষার্থী আহত

Sunday, February 23, 2014

আমাদের সিলেট ডটকম:

দোয়ারাবাজারে বিপরীত দিক থেকে আসা ট্রলির ধাক্কায় টেম্পো উল্টে গিয়ে ১১জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

জানা যায়, রোববার বড়খাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দোয়ারাবাজার-নরসিংপুর সড়কের কালাকুশি ও নেথরছই গ্রামের মধ্যবর্তী স্থানে সোনালীচেলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জনসহ ১১ জন ছাত্রী এ দুর্ঘটনার শিকার হয়। এ সময় চালক পালিয়ে গেলেও উত্তেজিত জনতার রোষানলে পড়ে ট্রলিটি পুড়িয়ে দেয়।

আহতরা হচ্ছে- শাহানারা (১), শাহানারা (২), রেছনা, কলচুমা, সুজিয়া, মনোয়ারা, রুমি, নাছিমা ও ফারজানা। আহত অপর দু’জনের নাম জানা যায় নাই। আহতদের দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উলে­খ্য, প্রায় মাস দুয়েক আগে নোয়ারাই বাংলাবাজার সড়কে সুরমা লাফার্জ কলোনী এলাকায় ট্রলির ধাক্কায় ৯ম শ্রেণীর এক ছাত্র ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সাটার (দরজা) ভেঙ্গে ট্রলিটি ভেতরে ঢুকে পড়লে একটি দোকানের ব্যাপক ক্ষতি হয়। তখন ওই সড়কে কিছুদিনের জন্য নিষিদ্ধ ট্রলি চলাচল বন্ধ থাকলেও স¤প্রতি তা, আবার বেপরোয়া হয়ে উঠে। মালামাল পরিবহনের ক্ষেত্রে সেচযন্ত্র চালিত ট্রলি নামের নিষিদ্ধ এসব অবৈধ গাড়ির না আছে কোনো রুট পারমিট, না আছে চালকের বৈধ কোনো ফিটনেস সার্টিফিকেট। ফলে অহরহ শুধু সড়ক দূর্ঘটনাই ঘটছেনা, মালামাল বোঝাইকৃত এসব ভারী যান চলাচলে মারাত্মক ক্ষতির সম্মূখীন হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। এমতাবস্থায় নিত্যদিনের এসব দূর্ঘটনা এড়াতে এবং নিরাপদ সড়ক বাঁচাতে জরুরি ভিত্তিতে সড়ক ও জনপথ বিভাগ তথা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License