আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাবাসীকে নিয়ে ‘কটূক্তি করায়’ ক্ষমা প্রার্থনার জন্য সমাজকল্যাণ ওরফে ধূমপানমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনতা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের কিবরিয়া চত্বরে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সভা শেষে বিশাল মিছিল ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে আউশকান্দি বাজারের যাত্রী ছাউনিতে গিয়ে শেষ হয়।
আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা হাজি ফজলুল চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেপু, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, সমাজসেবক মইনুল আমীন বুলবুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলারা বেগম, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শাফিউল আলম হেলাল, ব্যবসায়ী মহিবুর রহমান, আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ প্রমুখ।
বৃহস্পতিবার নবীগঞ্জের পাশ্ববর্তী মৌলভীবাজার সদরের কেশবচর গ্রামে পল্লী বিদ্যুতায়ন অনুষ্ঠানে সমাজকল্যাণ ওরফে ধূমপানমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, “সেতু চাইলে নবীগঞ্জবাসীকে কান ধরে ওঠবস ও মাফ চাইতে হবে। নবীগঞ্জবাসীর পক্ষ থেকে এরাবরাক নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানানো হয়েছিল।”
No comments:
Post a Comment