আমাদের সিলেট ডটকম:
পুলিশ কনস্টেবলের গালে চড় মেরেও মাত্র ৭ ঘণ্টা হাজত খেটে ছাড়া পেয়ে গেলেন এক যুব মহিলা লীগ নেত্রী।
মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেলোয়ারের গালে চড় মেরে বসেন যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হলেও সরকারী দলের কয়েক জন সিনিয়র নেতার হস্তক্ষেপে রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে যান তিনি। বিষয়টি এখন সিলেটে টক অব দ্যা টাউন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম জিন্দাবাজার থেকে রিক্সাযোগে বন্দরবাজারের দিকে যাবার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল দেলোয়ার তার রিক্সাটি আটক করে ওয়ান ওয়ে লঙ্ঘন করে বিপরীত দিকে না যাবার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন যুব মহিলা লীগ নেত্রী মিনারা। তিনি বাক বিতন্ডায় লিপ্ত হন পুলিশ সদস্যের সাথে। এক পর্যায়ে দেলোয়ারের গালে চড় মেরে বসেন মিনারা। এ সময় জিন্দাবাজার পয়েন্টে অবস্থানরত অন্যান্য পুলিশ সদস্যরা এসে তাকে আটক করেন। খবর দেয়া হয় কোতোয়ালী থানায়। খবর পেয়ে কোতোয়ালী থানার একজন এসআইর নেতৃত্বে কয়েক জন মহিলা পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে মিনারাকে আটক করে থানায় নিয়ে যান।
ঘটনাটি জানাজানি হবার পর নড়ে চড়ে বসেন শাসক দলের সিনিয়র নেতারা। ঢাকা ও সিলেট থেকে টেলিফোনে চাপ দেয়া হয় পুলিশকে। ফলে, রাত ৯টার দিকে মিনারাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বাবুল জানান, ঐ নেত্রী ভবিষ্যতে এ ধরনের আচরণ করবেন না বলে মুচলেকা দিলে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে।
পুলিশের গালে যুব মহিলা লীগ নেত্রী চড় ৭ ঘণ্টার হাজতবাসঃ অতঃপর মুচলেকায় মুক্তি
Tuesday, February 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment