সাংবাদিকতার মানোন্নয়নে শিশু ও নারী অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পিআইবির প্রশিক্ষণ অব্যাহত : শাহ আলমগীর

Tuesday, February 25, 2014

সাংবাদিকতার মানোন্নয়নে শিশু ও নারী অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ


বিষয়ে পিআইবির প্রশিক্ষণ অব্যাহত : শাহ আলমগীর


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকতার মানোন্নয়নে পিআইবি শিশু ও নারী অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অব্যাহত রেখেছে। এসব উদ্যোগ দায়িত্বশীল সাংবাদিকতা ও সুন্দর সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। কাজ করছে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নে। এই সরকারি উদ্যোগ বাস্তবায়নে সংবাদপত্র মালিক ও সাংবাদিকদেরকে সহযোগিতা করতে হবে।

মহাপরিচালক বলেন, পিআইবি এখন আঞ্চলিক কর্মশালার ব্যবস্থা করছে ঢাকায়। পর্যায়ক্রমে দেশের সর্বস্তরের সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।

তিনি বলেন, অসৎ ও ভূয়া সাংবাদিকতা রোধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License