সিলেটের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত ঢাকা রিজেন্সি হোটেলের ভাইস চেয়ারম্যান ও এমডি গ্রেফতার : জামিন নামঞ্জুর

Wednesday, February 26, 2014

আমাদের সিলেট ডটকম:

বৃহত্তর সিলেটের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের ভাইস চেয়ারম্যান ও এমডিসহ হোটেল ব্যবস্থাপককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন-রিজেন্সির বর্তমান ভাইস চেয়ারম্যান মোসলেহ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ মোতাহার এবং ব্যবস্থাপক কাসেম মুন্সি।

গ্রেফতারের পর কাসেম মুন্সিকে ছেড়ে দিলেও মোসলেহ আহমেদ ও আরিফ মোতাহারের এখনো জামিন হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যে তারা তিনবার জামিনের আবেদন করলেও তা না মঞ্জুর হয়।

এদিকে, এ গ্রেফতারের খবর লন্ডনে জানাজানি হবার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ জন বিনিয়োগকারী ঢাকায় হাজির হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া আরও ১০/১২ জন ঢাকা উপস্থিত হতে না পারলেও বঞ্চিত বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে।

সূত্র আরো জানায়, প্রতারণার শিকার দাবিদার বিনিয়োগকারীরাই এখন হোটেল পরিচালনার দায়িত্ব নিয়েছেন। শীঘ্রই অস্থায়ী একটি ব্যবস্থাপনা পর্ষদ গঠন করে তারা ব্যবসা পরিচালনা করবেন।

জানা গেছে, ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় বিনিয়োগকারী শাহ মোঃ আশরাফ ইসলামের গত ১৯ ফেব্রুয়ারী দায়েরকৃত মামলায় বিবাদীদেরকে ঐ রাতেই ঢাকার রূপসী বাংলা হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। খিলক্ষেত থানার পুলিশ গ্রেফতার মোসলেহ আহমেদ ও আরিফ মোতাহারকে গ্রেফতার করার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ১৪৫ ধারায় দায়ের করা মামলার আরজিতে রিজেন্সি হোটেলের মালিকানা নিয়ে বিরোধের কথা উল্লেখ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী দিয়ে বাদী পক্ষকে প্রাণে মারার হুমকির কথা উল্লেখ করা হয়। ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত মামলার আদেশনামায় রিজেন্সি হোটেলের দখল এবং এ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের পাশাপাশি উক্ত সমপত্তিতে উভয়পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

এ মামলার প্রেক্ষিতে মোসলেহ আহমেদ ও আরিফ মোতাহারসহ বিবাদীরা আগামী তিনমাস রিজেন্সি হোটেল বা এর আশেপাশে যেতে পারবেন । এদিকে লন্ডনে অবস্থানরত বিনিয়োগকারীর আমেনা বলেছেন, প্রায় ১২০ জনের বিনিয়োগকারী থাকলেও সকলের সাথে যোগাযোগের ফোন বা ই-মেইল তাদের কাছে নেই বিধায় তারা সবার সাথে যোগাযোগ করতে পারছেন না। তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে ঢাকায় উপস্থিত হয়ে নিজের অধিকার আদায়ের সংগ্রামে শরিক হবার অনুরোধ জানিয়েছেন।


বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলন : রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন যুক্তরাজ্য প্রবাসী ১২০ বিনিয়োগকারী।

বুধবার দুপুরে রিজেন্সি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রবাসী বিনিয়োগকারীদের পক্ষে শাহ মোহাম্মদ আশরাফ ইসলাম এ অভিযোগ করেন। আশরাফ ইসলাম বলেন, হোটেলের মালিকানা কিনতে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেও আমরা এখনও মালিকানা বুঝে পাইনি। এ সময় হোটেলের পরিকল্পনা পর্ষদের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ এনে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি করেন বিনিয়োগকারীরা। আশরাফ ইসলাম বলেন,এ কোম্পানিতে আমাদের কোন নাম নেই। কোম্পানি করা হয়েছে মোসলেহ আহমেদ, রেজা, আরিফ মোতাহার ও তাদের মা-স্ত্রীসহ কয়েকজনের নামে। হোটেলটি উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও কোন লভ্যাংশ না পেয়ে প্রবাসী বিনিয়োগকারীরা হোটেলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করলে তিনি নানা তালবাহানা শুরু করেন বলেও অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License