আমাদের সিলেট ডটকম:
রোববার সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজারের কাছে কুলাউড়া-ভুকসিমইল সড়কে সিএনজি চালকরা পিলার ফেলে ৫ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। ঐ সময় সড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে যায়।
শ্রমিক চালকদের অভিযোগ কুলাউড়ার সিএনজি স্ট্যান্ড ম্যানেজার সিএনজি (মৌলভী-থ-১১-৬৭৮১) চালক রুবেল আহমদ (২৪) কে কতিপয় চালকের সহায়তায় অহেতুক মারধর করে গুরুতর আহত করে। তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজির মালিক অবসর প্রাপ্ত সেনা সদস্য জয়নুল আহমদ বিষয়টি রফা করতে গেলে তাকেও স্ট্যান্ড ম্যানেজার ও তার সমর্থিত শ্রমিকরা বেদড়ক মারধর করে মারাত্মক আহত করে। আহত সিএনজির মালিক কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালিক সমিতির সভাপতি ফখরুল মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শ্রমিকদের মধ্যকার ঘটনা । কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফি আহমদ সলমান সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার আব্দুর রহমান ঝুলকের মাধ্যমে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ৫ ঘন্টা পর উত্তেজিত শ্রমিকরা ব্যারিকেড প্রত্যাহার করে নেয়।
শ্রমিকরা আরো জানায়, এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ট বিচারের দাবীতে তারা সড়ক অবরোধের কর্মসূচি গ্রহনে বাধ্য হয়েছেন।
কুলাউড়ায় সিএনজি চালকদের ৫ ঘন্টা সড়ক অবরোধ : মালিক ও শ্রমিক আহত
Sunday, February 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment