সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সায়ফুল আলম ও সাধারণ সম্পাদক হাজী রইছ আলী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক চেয়ারম্যান পদপ্রার্থী আবু জাহিদ ছাড়া অন্য কোন প্রার্থীর সাথে দলের কোন সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে জনৈক খালেদ আহমদ নামক প্রার্থীকে নির্বাচনী প্রচারনা চালাতে দেখা গেছে। মূলত: তিনি আওয়ামী লীগের জেলা উপজেলা বা কোন স-রেরই কেউ নন কিংবা তার সাথে দলের কোন সম্পর্ক নেই। দলের নাম ব্যবহার করে খালেদ আহমদের অপপ্রচারে কাউকে বিভ্রান- না হতে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে দল সমর্থিত প্রার্থীর বাইরে খালেদ আহমদ বা অন্য কোন প্রার্থীর সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যে কোন পর্যায়ের নেতা-কর্মীদের সংশ্লিষ্ঠতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস’া নেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লায়লা আলক্বাছের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে কাঙ্খিত বিজয় অর্জনের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
জেলা আ’লীগের বিবৃতি- দক্ষিণ সুরমায় আবু জাহিদ-ই আ’লীগের প্রার্থী
Friday, February 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment