আমাদের সিলেট ডটকম :
আগামি মার্চ এপ্রিলে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের টিকেট যেন সোনার হরিণ। অনেক কষ্টের পর অর্জিত মূল টিকেট সংগ্রহের ভাউচার প্রদর্শন করেও দর্শকরা পাচ্ছেননা তাদের টিকেটটি। বরং উল্টো শিকার হচ্ছেন প্রতারণার। এতে বিশ্বকাপের টিকেট নিয়ে দেখা দিচ্ছে কালো বাজারির আশঙ্খা। টিকেট সংগ্রহের জন্য ব্যংক থেকে মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ডের কথা বলা হলেও, অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বার মিললেও মিলছে না ভোটার আইডি কার্ডের নাম্বার। ফলে প্রতারিত হয়েছেন অনেক দর্শক। আটকে দেওয়া হয়েছে তাদের কাঙ্খিত টিকেটটি। ভুক্তভোগি দর্শক রাব্বি জানান তিনি প্রথমে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে তার ভাউচার নিয়ে যান টিকেটের জন্য, কিন্তু তার মোবাইল নাম্বার মিললেও মিলেনি তার ভোটার আইডি কার্ডের নাম্বার। ফলে তাকে পাটিয়ে দেওয়া হয় এনসিসি ব্যাংকের শখায় কিন্তু সেখানেও মিলেনি তার টিকেটটি। আজ টিকেট সংগ্রহের শেষ দিন হলেও উল্টো তাকে চার পাঁচ দিন পর ফোনে যোগাযোগের কথা বলা হয়। তিনি আরো জানান যখন তারা ভাউচার সংগ্রহ করেছিলেন তখন তারা তাদের ভোটার আইডি কার্ডটি ব্যাংকে দিয়েছিলেন, কিন’ ব্যাংক কর্মকর্তাদের অবহেলার জন্য তাদের আজ এই ভোগান্তির শিকার হতে হলো। অনেক ক্ষেত্রে একটি ভোটার আইডি কার্ড দিয়ে একাধিক ভউচার দেওয়ারও অভিযোগ পাওয়া রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, বিষয়টি তারা ক্ষতিয়ে দেখছেন।
টিকেট নিয়ে বিড়ম্ভনা
Tuesday, February 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment