যুদ্ধাপরাধের বিচারকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা ॥ এ বছরের মধ্যেই
সকল যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে : মোক্তাদির চৌধুরী
লন্ডন পতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়া সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্য পাক্ষিক 'মত ও পথ' সম্পাদক র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে-আরো বহুদূর এগিয়ে যাবে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কল-কারখানায় উৎপাদন বাড়ছে। বাড়ছে মাথাপিছু আয়। তথ্য-প্রযুক্তিতে সাউথ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক দূর এগিয়ে গেছি।
রবিবার ২৩ ফেব্রুয়ারি লন্ডন সময় রাত ৮টায় ব্রাহ্মণবাড়ীয়া সমিতি ইউকে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, যুদ্ধাপরাধের বিচরকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা। এই বছরের মধ্যেই সকল যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এদেশে উগ্রবাদের ঠাঁই হবেনা। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবার কিছু নেই। নতুন প্রজন্ম জেগে উঠেছে।
ওয়েস্ট লন্ডনের ১২২ অ্যাকটন চার্চ রোডের তাজ রেস্টুরেন্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ব্রাহ্মণবাড়ীয়া সমিতি ইউকের সভাপতি অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ইকুর সভাপতিত্বে ও ছাদেকুল আলম রাশেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লন্ডন সফররত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাতিমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, কাজী মাহমুদুল আমিন, ব্যারিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া, কুদরতে খোদা, রবিন, আব্দুর রউফ, মোহাম্মদ সেলিম, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহিদুর রহমান, তারাউল ইসলাম, আব্দুল হান্নান, আশরাফ উদ্দিন, উস্তার আলী, এম. এ মতিন প্রমুখ।
No comments:
Post a Comment