আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথে অটোরিক্সা চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ অটোরিক্সা স্ট্যান্ডের সাধারণ সম্পাদক ইমরান আহমদ রুনু। তিনি বলেন, সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট চলছে বলে জানা গেছে।
জানা গেছে, গত শনিবার রাতে সিলেট শহরের ভার্তখলা স্ট্যান্ডের সামনে গাড়িতে যাত্রী উঠানো নিয়ে ভার্থখলা স্ট্যান্ডের চালক ও বিশ্বনাথ স্ট্যান্ডের চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় স্ট্যান্ডের গাড়ির চালকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৫ অটোরিক্সা চালক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন-বিশ্বনাথ স্ট্যান্ডের জামাল আহমদ ও বেলাল আহমদ। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। আর এই ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার সকাল থেকে বিশ্বনাথ-সিলেট রোডে অটোরিক্সা চালানো বন্ধ রেখেছেন বিশ্বনাথ স্ট্যান্ডের চালকরা।এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের জের বিশ্বনাথ-সিলেট রোডে অনির্দিষ্টকালের জন্য অটোরিক্সা চলাচল জন্য বন্ধ
Sunday, February 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment