প্রথম মাহা মিডিয়া কাপ ঘরে তুললো সবুজ সিলেট ॥ সমাপ্তি ঘটলো
১৬টি দলের অংশগ্রহণে জমজমাট ক্রীড়া আসরের
ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখা আয়োজিত প্রথম মাহা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক সবুজ সিলেট চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে দৈনিক প্রভাত বেলা। এর মধ্যে দিয়ে ১৬টি দলের অংশগ্রহণে জমজমাট ক্রীড়া আসরের সমাপ্তি ঘটলো।
বুধবার ২৬ ফেব্রুয়ারি জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সবুজ সিলেট ৪৯ রানে দৈনিক প্রভাত বেলাকে পরাজিত করে।
টসে জিতে দৈনিক সবুজ সিলেটের অধিনায়ক এফ. এ মুন্না ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনিংয়ে ব্যাট হাতে মাঠে নামেন দলের এন. এইচ শিপু ও সুহেল। এন. এইচ শিপু ৫ রানে আউট হলে ওয়ানডাউনে ব্যাট হাতে মাঠে উঠেন সহকারী অধিনায়ক মোস্তাফিজ রোমান। আগের দুই ম্যাচের হিরো মোস্তাফিজ রোমানের উইকেট দ্রুত হারিয়ে বিপদে পড়ে সবুজ সিলেট। তবে সেই বিপদ থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন সোহেল ও জাকারিয়া। উইকেটে সেট হয়ে চমৎকার সব শট খেলতে থাকা এই দুজনের ব্যাটে ভর করে ১৩৪ রানের বিশাল সংগ্রহ পায় দৈনিক সবুজ সিলেট। সোহেল ৩২ রান করে আউট হলেও জাকারিয়া ৬৬ রানে অপরাজিত থাকেন।
No comments:
Post a Comment