আমাদের সিলেট ডটকম:
আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছেছেন। বিকেলে সিলেট শহরতলীর লাক্কাতুরায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন তিনি। পরে, সেখানেই এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
সংক্ষিপ্ত সফরে আজ দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী বিমান বন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে সিলেট সার্কিট হাউজে যান তিনি। সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজের পর বিকেল ৩টায় হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের কথা রয়েছে তার।
বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন। পরে, সেখানেই এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিৰামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, যুব ও ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা সিলেট সার্কিট হাউজে অবস্থান করছেন বলে জানা গেছে।
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Friday, February 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment