আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই সব ধরনের তথ্য আদান-প্রদান করা যায়। তাই যুগের প্রয়োজনে আমাদেরকেও আধুনিক হতে হবে। সরকারি অনেক সেবা এরই মধ্যে অনলাইন ও মোবাইলের মাধ্যমে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রমকেও ডিজিটালাইজড করা হচ্ছে।
মেয়র নগরীর ২৭টি ওয়ার্ডে নগর তথ্য সেবাকেন্দ্র স্থাপনের লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সফলতা কামনা করেন।
সিলেট সিটি কর্পোরেশন ও একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যলয় আয়োজিত নগর তথ্য সেবা কেন্দ্র (সিআইএসসি)’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিটি কর্পোরেশন সভা কক্ষে ৫ দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. এনামুল হাবিব, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রধানমন্ত্রীর কার্যালয় প্রোগ্রাম কনসালটেট মেবেল সিলভীয়া রড্রিকস।
ডিজিটাল যুগের প্রয়োজনে আমাদেরকে আধুনিক হতে হবে -মেয়র আরিফ
Monday, February 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment