আমাদের সিলেট ডটকম:
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরসূচি অনুযায়ী শুক্রবার দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। বেলা সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন- সার্কিট অবস’ান করবেন এবং নামাজ আদায় ও মধ্যাহ্ন বিরতি করবেন।
বেলা ২টা ৩৫ মিনিট থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। বেলা ৩টা ৩৫ মিনিটে তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন। বিকাল ৫টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
জানা গেছে, সুধী সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট নগরীতে নতুন সাজে সাজানো হয়েছে। নগরীতে গত কয়েকদিন ধরে চলছে পরিচ্ছন্নতা অভিযান। নগরীতে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস’া গ্রহণ করা হয়েছে। ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে গুরত্বপূর্ণ সড়ক ও স’াপনা। এছাড়াও অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সিলেট আসছেন আজ
Thursday, February 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment