ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের সম্পদে পরিণত করতে হবে : সাংসদ ইয়াসিন

Monday, February 24, 2014

ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের সম্পদে পরিণত করতে হবে : সাংসদ ইয়াসিন


ঠাকুরগাঁও পতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী বলেছেন, যা কিছু দান করা যায় সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো শিক্ষা দান। ইএসডিও পাঠশালা ও ইকো কলেজের মাধ্যমে অবহেলিত এ অঞ্চলে সেই দানই করছে, যার তুলনা হয় না।

রবিবার ২৩ ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ ইকো-পাঠশালার যুগপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দিন দিন আমাদের সম্পদ কমছে। এই অবস্থায় আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে সম্পদে পরিণত করতে হবে।

ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহিদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ইকো পাঠশালা ও ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা রহমান, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, উপজেলা লেডিস ক্লাব সভাপতি ইয়াসমিন আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তাজমিল হক, প্রভাষক প্রশান্ত বসাক, ইএসডিওর সেক্টর কো-অর্ডিনেটর শাহ মো. আমিনুল হক প্রমুখ বক্তৃতা করেন।

সভাপতির বক্তব্যে ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহিদ উজ জামান বলেন, ইকোপাঠশালা ও ইকো কলেজের অভিযাত্রা তখনই স্বার্থকরূপ লাভ করবে, যখন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বোচ্চ শিক্ষা শেষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি দফতর থেকে জনগণের কল্যাণে তাদের ভূমিকা রাখতে পারবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License