নারায়নগঞ্জ ডকইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের দুটি হারবার পেট্রোল বোট নির্মাণ কাজের উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

Wednesday, February 26, 2014

নারায়নগঞ্জ ডকইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের দুটি হারবার পেট্রোল


বোট নির্মাণ কাজের উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান


বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়নগঞ্জ ডকইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের দুটি হারবার পেট্রোল বোটের (এইচপিবি) নির্মাণ কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম. ফরিদ হাবিব বুধবার ২৬ ফেব্রুয়ারি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম. মকবুল হোসেন ও ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম. খুরশীদ মালিক। এছাড়াও নৌবাহিনীর উর্দ্ধতন এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ২১ মিটার প্রস্থের হারবার পেট্রোল বোট দুটি মেরিন গ্রেড এ্যালুমিনিয়াম দ্বারা নির্মাণ করা হবে, যা ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।

আধুনিক ও উন্নতমানের সরঞ্জাম দ্বারা সজ্জিত হারবার পেট্রোল বোট দুটি বাংলাদেশের নৌ পথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে সংঘটিত অপরাধ দমনের পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে বিভিন্ন উদ্ধার কার্য ও ত্রাণ বিতরণে সহায়ক ভূমিকা রাখবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License