আমাদের সিলেট ডটকম :
রাজনগরের হাওর জনপদে তের বছর বয়সী এক কিশোরী গণধর্ষনের শিকার হয়েছে। আহত অবস’ায় তাকে এলাকাবাসী উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন। স’ানীয় জন প্রতিনিধির সহযোগিতায় এলাকাবাসি ২ ধর্ষনকারীকে আটক করলেও তাদের ৩ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলা ফতেহপুর ইউনিয়নে শাবাজপুর গ্রামে।
ধর্ষণের শিকার ওই কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল ইসলাম, এএসপি (কুলাউড়া সার্কেল) আলমগীর হোসেন ও রাজনগর থানার ওসি কামররুল হাসান ঘটনাস’ল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা (নং-১৩) করেছেন।
পুলিশ এবং ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের ঐ কিশোরীকে (১৩) মা বাবা ঘরে না থাকার সুবাদে ঘরের বাঁশের বেড়ার উপর দিয়ে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যায় শাহবাজপুর গ্রামের আমজাদ মিয়ার ছেলে দিলদার আলী (২৯), আব্দুস সত্তার মিয়ার ছেলে রাজন মিয়া (২৮), মৃত কমরুদ্দীন মিয়ার ছেলে মাহমুদ আলী (২৮), আরজু মিয়ার ছেলে সাইফুর মিয়া (২১) ও আলখাছ মিয়ার ছেলে সিদ্দেক আলী (২৫)। এ সময় সে জেগে ওঠে চিৎকার করলে তার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে গ্রামের পাশে কাউয়াদীঘি হাওরের ’ভুবানাগা’ বিলের পাড়ে নিয়ে ওই পাঁচ নরপশু পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে পাশে থাকা খালা জেগে উঠেন। তিনি বাড়ির আশপাশ তাকে খুজাখুঁজি করে কোথাও না পেয়ে পাশের বাড়ি ও আশেপাশের লোকদের ডেকে আনেন। ধর্ষণ শেষে ধর্ষকরা ওই কিশোরীকে বাড়ির অদূরের পুকুর পাড়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়।পরে স্থানীয় ইউপি সদস্য আমীর আলী কে খবর দিলে রাত সাড়ে ৩টার সময় তিনি ঘটনাস্থলে যান।
ইউপি সদস্য আমীর আলী জানান, ডাক্তারী পরীক্ষায় পাঠানোর জন্য কিশোরীকে তার জিম্মায় নিয়ে যেতে চাইলে স্থানীয় দিলাল মিয়া, নানু মিয়া, আব্দুল খালিক, মাসুক মিয়াসহ কয়েকজন বাধা দেন। পরে গ্রামবাসীর সহায়তায় কৌশলে তাদের কাছ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে যান।
পরে রাজনগর থানার পুলিশকে খবর দিলে গ্রামবাসীর সহায়তায় ধর্ষক রাজন মিয়া (২৮) ও মাহমুদ আলীকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
রাজনগর থানার ওসি (তদন্ত) আব্দুল জলীল বলেন, ঘটনার শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা করেছেন। দুই আসামীকে আটক করা হয়েছে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজনগরে এক কিশোরী গণধর্ষনের শিকার পুলিশ ও জনতার হাতে আটক -২
Tuesday, February 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment