আমাদের সিলেট ডটকমঃ
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল বুধবার বিকেলে লন্ডনের বাংলা সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদক জাকির হোসেনের এমবিএ ডিগ্রী অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান ও তার রচিত বিলেতে বাঙালির জীবন কথা বইয়ের মোড়ক উন্মোচন সভা স্থানীয় বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলার দক্ষিণভাগ স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী লেখক জাকির হোসেন। বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক তাজ উদ্দিন লতার সভাপতিত্বে ও সাংবাদিক সামছুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী সিলেট এমসি কলেজের প্রফেসার আজিজুর রহমান লস্কর, সিলেট টিচার ট্রেনিং ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক অধ্যাপক আবুল কালাম আজাদ, রূপালী ব্যাংকের (অব:) ডিজিএম ইফতেকার আহমদ শামীম, বড়লেখা প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দত্ত, সাংবাদিক আব্দুর রব, মো. রুয়েল কামাল, ইউপি সদস্য ইকবাল হোসেন।
এদিকে কাঠালতলী হলিচাইল্ড একাডেমির উদ্যোগে আছব্বির আলী কমপ্লেক্স সম্মুখে লন্ডন প্রবাসী জাকির হোসেন ও ১৫ কৃতি শিক্ষার্থীকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথিও ছিলেন বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী সিলেট এমসি কলেজের প্রফেসার আজিজুর রহমান লস্কর। একাডেমির পৃষ্ঠপোষক হাজী আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট টিচার ট্রেনিং ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক অধ্যাপক আবুল কালাম আজাদ, রূপালী ব্যাংকের (অব:) ডিজিএম ইফতেকার আহমদ শামীম। বক্তব্য রাখেন অনুষ্ঠান সমন্বয়ক এমদাদুল করিম চৌধুরী শিমুল ও আমজাদ হোসেন পাপলু।
লন্ডন বাংলা সংলাপের নির্বাহী সম্পাদক ও কৃতি শিক্ষার্থী বড়লেখায় সংবর্ধিত
Wednesday, February 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment