ভাস্কর্য ভাংচুর ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার দায়ে ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মী শাবিপ্রবি থেকে আজীবনের জন্যে বহিষ্কার

Thursday, February 27, 2014

ভাস্কর্য ভাংচুর ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার দায়ে ছাত্র শিবিরের


১৪ নেতাকর্মী শাবিপ্রবি থেকে আজীবনের জন্যে বহিষ্কার


altশাবিপ্রবি প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ৭১ ভাংচুর এবং এই ভাংচুরের প্রতিবাদে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার দায়ে ছাত্র শিবির শাবিপ্রবি শাখার সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শাবিপ্রবি সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ছাত্র শিবিরের ওই ১৪ জন নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

শাবিপ্রবি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ছাত্র শিবিরের নেতাকর্মীরা চেতনা ৭১ ভাংচুর করে। এর প্রতিবাদে পরদিন শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন। এতেও ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালায় এবং একজন শিক্ষকের মোটর সাইকেল পুড়িয়ে দেয়।

এ ঘটনার তদন্তে শাবিপ্রবি পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান ড. জহির বিন আলমকে আহ্বায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক নাজিয়া চৌধুরী ও ইংরেজি বিভাগের শিক্ষক শফিকুল ইসলামকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License