আমাদের সিলেট ডটকম:
বিএনপি সিনিয়র নেতাদের পদক্ষেপেও ফল আসেনি সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণ বিষয়ে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাবাড়ি সফর শেষে ঢাকায় ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
বিএনপি সূত্রগুলো জানায়, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থীকে নিয়ে আজ ঢাকায় দলীয় কার্যালয়ে আলাদা আলাদা বৈঠক করেছেন দলের নীতি নির্ধারক ৩ নেতা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন সাৰাৎকার নেন চার প্রার্থীর। মনোনয়ন প্রত্যাশী এই ৪ জন হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম, সাবেক সিলেট শহর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহজামাল নুরুল হুদা ও টুকের বাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ।
এই সাৰাৎকারে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় অবস্থান ও নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বিষয়ে খোলামেলা অভিমত জানতে চাওয়া হয় প্রার্থীদের কাছে। এছাড়া, যে কোন একজনকে মনোনয়ন দিলে বাকীদের অবস্থান সম্পর্কেও জানতে চাওয়া হয়, তাদের কাছে।
তবে, কেন্দ্রীয় ৩ নেতা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশীদেরকে দলের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর রাজবাড়ী জেলা সফর শেষে ঢাকায় ফিরলে এ বিষয়ে জানাবেন বলে মনোনয়ন প্রত্যাশীদেরকে জানিয়েছেন সাৰাৎকার গ্রহণকারীরা।
সিলেট সদর উপজেলা নির্বাচন: বেগম জিয়া ঢাকায় ফিরলে একক প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত
Saturday, March 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment