আমাদের সিলেট ডটকম:
জামায়াত সমর্থিত প্রার্থী সাংবাদিক বদরুল কাদির শিহাব সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত। প্রায় ৮ হাজার ৮ হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।
তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মমিন মিয়া পেয়েছেন ১৫ হাজার ২২৭ ভোট।
বদরুল কাদির শিহাব সুনামগঞ্জ শহরের মুহাম্মদপুর আবাসিক এলাকার মরহুম মাওলানা আব্দুল কাদিরের দ্বিতীয় ছেলে। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার আলমপুরে।
শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ ও পরিচালনাসহ সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে তাঁর রয়েছে দীর্ঘ এক দশকের সরব ভূমিকা। এছাড়া, তিনি দৈনিক সিলেটের ডাক পত্রিকায় সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘ দিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। জনসেবার পাশাপাশি গত এক যুগেরও বেশী সময় ধরে তিনি সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন।
সাংবাদিক শিহাব সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত
Thursday, February 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment