কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার দুদিনব্যাপী ৬০ সালা দস্তারবন্দি
সম্মেলন শুরু ॥ যোগ দিয়েছেন দেশ-বিদেশের আলেমগণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলার দারুল উলুম মাদ্রাসার দুদিনব্যাপী ৬০ সালা দস্তারবন্দি সম্মেলন শুরু হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে মাদ্রাসা ময়দানে এই সম্মেলন শুরু হয়। এতে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বহু আলম। এছাড়া সর্বস্তরের অগণিত মুসল্লি বয়ান শুনতে সমবেত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন ভারতের আল্লামা আবুল কাসিম নোমানী। বিশেষ অতিথি হয়ে এসেছেন ভারতের আল্লামা সাইয়্যিদ মাহমুদ মাদানী ও আল্লামা সাইয়্যিদ আফফান।
এছাড়াও প্রথমদিন শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এম. এ মুমিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোশতাক আহমদ পলাশ প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করছেন মাওলানা মো. বিন ইদ্রিস শায়েখে লক্ষীপুরী।
সম্মেলনের শুরু থেকে শুভেচ্ছা বক্তব্য, বয়ান এবং হামদ ও নাত পরিবেশন করা হচ্ছে।
বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হবে।
No comments:
Post a Comment