নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা, স্বর্নালংকারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

Monday, February 24, 2014

আমাদের সিলেট ডটকম:

নবীগঞ্জ উপজেলা উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের (অব.) শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক মোতাব্বির হোসেনের বাড়ীতে গত রবিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা, স্বর্নালংকার, কয়েকটি দামী মোবাইলসহ অন্তত ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের গ্রেফতার করতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

সূত্রে জানা যায়, ওই দিন রাতে ১৫/২০ জনের একদল স্বশস্ত্র ডাকাতদল বাড়ীর কলাপসিবল গেইটের থালা ভেঙ্গে পরে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা, ১০ ভরি স্বর্নালংকার, ৬টি দামী মোবাইল ফোন, দামী কাপড়ছোপড় ও অনান্য আসবাবপত্রসহ অন্তত ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং জায়গা জমির জরুরী কাগজপত্র ও নিয়ে যায়। প্রায় ১ ঘন্টা ব্যাপী সময় চলে ডাকাতদের তান্ডবলীলা। ডাকাতিকালে ঘরের বিভিন্ন আসবাসপত্র ব্যাপক ভাবে ভাংচুর করে সবকিছু তছনছ করে ফেলে। পরদিন গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানার ওসি তদন্ত কে এম আজমির উজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি বাড়ীর লোকজনকে ডাকাতদের গ্রেফতারের আশ্বাস দেন।

এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License