বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন বিএনপিকে ছাড় দিচ্ছে না জামায়াত ॥ জাপার হাসনাত আ’লীগের প্রার্থী আতাউর না শামীম?

Wednesday, February 26, 2014

ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার থেকে: আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে ছাড় দিচ্ছে না জামায়াত। আর আ’লীগের সম্ভাব্য ১১ প্রার্থীর মধ্যে দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, জাকির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ না আবুল কাশেম পল্লব দলীয় মনোনয়ন পাচ্ছেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে দু’একদিনের মধ্যে একক প্রার্থী ঘোষণা করবে আ’লীগ। জাতীয় পার্টির একক প্রার্থী উপজেলা সভাপতি আবুল হাসনাত।

এদিকে জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম নির্বাচন করার সিদ্ধান্তে অটল রয়েছেন। যদিও সিলেটে ১৯ দলের বৈঠকে এখানে বিএনপির প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ খবরে স্থানীয় বিএনপির একাধিক প্রার্থী মাঠে নেমেছেন। ১৯ দলের সম্ভাব্য প্রার্থী জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নানকে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা মেনে নিতে পারছে না। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য হচ্ছে, বিগত সরকার বিরোধী আন্দোলনে কর্মীবিচ্ছিন্ন মান্নান রাজপথে ছিলেন না। তার চেয়ে দেশনেত্রীর ঘোষণা বাস্তবায়নে রাজপথে থাকায় মামলা, নির্যাতন সহ্য করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা কামরুল হাসান শাহীনকে দল মনোনয়ন দিলে বিজয়ী হওয়া সম্ভব। এছাড়া স্থানীয় দু’জনপ্রিয় তরুণ ইউপি চেয়ারম্যান এম এ অদুদ রোকন ও মামুনুর রশীদ মামুন নির্বাচন করতে আগ্রহী। তারা দু’জনও তৃণমূল বিএনপি ও ভোটারদের পছন্দের তালিকায় রয়েছেন।

এদিকে তৃণমূলের মতামত নিয়ে দলীয় প্রার্থী ঘোষণার জন্য ইলিয়াস অনুসারী বিএনপি নেতা কামরুল শাহীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের হাতে স্মারকলিপি দিয়েছেন। সূত্রমতে, এ সময় মহাসচিব তাদেরকে গঠনতন্ত্র মোতাবেক প্রার্থী বাছাইয়ের নিশ্চয়তা প্রদান করেন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, বিগত নির্বাচনে আ’লীগ চেয়ারম্যান, ও দু’ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিল। এবারও তারা বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে নিয়ে অগ্রসর হলে পদগুলো ধরে রাখা সম্ভব হবে। ১৯ দলীয় জোট নিয়ে বিএনপি কামরুল শাহীনের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে তাদেরও সমান সুযোগ রয়েছে। তবে পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলায় জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ায় তারা এখানেও দলীয় প্রার্থী মাওলানা ফয়জুল ইসলামকে বিজয়ী করতে চাচ্ছে। সবমিলিয়ে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের পাশাপাশি উভয় জোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে নির্বাচনী লড়াই বেশ জমজমাট হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License