আমাদের সিলেট ডটকম:
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।
উপজলোর মানিককোনা গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ তমিজ উদ্দিনের পুত্র মোহাম্মদ আব্দুস সালামের রীট আবদনের প্রেক্ষিতে মঙ্গলবার এ স্থগিতাদেশ প্রদান করেছেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারী ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনরে তফসিল ঘোষণা করা হয়। এ অনুযায়ী গতকাল মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ১৫ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে, আদালতের নির্দেশনার কারণে এ উপজেলার নির্বাচন তিন মাসের জন্য আটকে গেল।
রীট আবেদন সূত্রে জানা যায়, ২০১১ সালের ৭ এপ্রিল ঘোষিত এক সরকারী গেজেটের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নকে ভেঙ্গে ৫টি ইউনিয়নের রূপান্তরিত করা হয়। এ গেজেটে উপজেলার আমবাড়ি ও কামালপুর গ্রামের ভোটারদেরকে কোন ইউনিয়নের ভোটার তালিকাতেই অন্তর্ভূক্ত করা হয়নি। ঐ দুই গ্রামের অধিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে সংশোধিত ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়ে ও ঐ সংশোধিত ভোটার তালিকা প্রকাশ না করা পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে মো. আব্দুস সালাম হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন। এর প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারী প্রদত্ত আদেশে হাইকোর্ট বেঞ্চ ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনের তফসিল ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।
হাইকোর্টের আদেশ ফেঞ্চুগঞ্জ উপজলো নির্বাচন তিন মাসের জন্য স্থগিত
Tuesday, February 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment