মহান স্বাধীনতার মাস মার্চ বরণে মুক্তিযুদ্ধ অনুশীলনের কর্মসূচি জাতীয় সংগীত পরিবেশন শ্রদ্ধাঞ্জলি নিবেদন শপথ গ্রহণ

Friday, February 28, 2014

মহান স্বাধীনতার মাস মার্চ বরণে মুক্তিযুদ্ধ অনুশীলনের কর্মসূচি


জাতীয় সংগীত পরিবেশন শ্রদ্ধাঞ্জলি নিবেদন শপথ গ্রহণ


নিজস্ব প্রতিবেদক : ইংরেজি বছরের মার্চ বাঙালির স্বাধীনতার মাস। ১৯৭১ সালের এ মাসেই শুরু হয় এ জাতির ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ২৬শে মার্চ সাড়ে সাতকোটি মানুষ সাধারণ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতার লালসূর্য। তাই মার্চ এ জাতির কাছে গৌরবের মাস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

বর্ষ পরিক্রমায় মার্চ আসে আর বাঙালি জাতিকে করে নতুন করে উজ্জীবিত। শাণিত করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে। স্মরণ করিয়ে দেয়, ত্রিশলাখ শহীদ এখনো পথ চেয়ে আছে স্বপ্নের বাংলাদেশের। আরো অনেক পথ বাকি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার। এই পথে কাঁটা হয়ে আছে স্বাধীনতাবিরোধী মৌলবাদী চক্র। এই চক্রকে নির্মূল করতে মার্চ সাহস যোগায়। মুক্তির লড়াইকে এগিয়ে নিতে প্রেরণা হয়ে জয়বাংলা বজ্রধ্বনিতে জাতিকে ঐক্যবদ্ধ হতে তাগিদ দেয়। গৌরবোজ্জ্বল এ মাসটি অনন্তকাল ধরে এভাবে আসতেই থাকবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট প্রতিবছরের মতো এবারো স্বাধীনতার মাস মার্চকে বরণ করবে।

এ উপলক্ষে ১ মার্চ শনিবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শপথ গ্রহণ করা হবে।

এছাড়া মুক্তিযুদ্ধ পাঠাগারের জন্যে বই সংগ্রহ কর্মসূচি নতুন করে শুরু করা হবে।

মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ ও সম্পাদক বশির আহমদ জুয়েল কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License