প্রিজন ভ্যানে হামলা: জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি ছিনতাই, পুলিশ নিহত

Sunday, February 23, 2014

নতুন বার্তা,ময়মনসিংহ: ব্যারিকেড দিয়ে গুলি করে ফিল্মি স্টাইলে পুলিশের গাড়ি থেকে সাজাপ্রাপ্ত তিন জেএমবি শূরা সদস্যকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইন বোর্ড এলাকায় রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার হাজিরা দেয়ার জন্য রোববার সকালে পুলিশের প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর-১ কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি শূরা সদস্য সালাউদ্দিন সাহলেহীন, কাশিমপুর-২ কারাগার থেকে সাজাপ্রাপ্ত বোমারু মিজান ও হাইসিকিউরিটি সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিব হাসানকে ময়মনসিংহ আদালতে নেয়া হচ্ছিল। প্রিজন ভ্যনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইন বোর্ড এলাকায় পৌঁছলে প্রিজন ভ্যানের সামনে ও পেছনে দুটি মাইক্রোবাস দিয়ে রাস্তা ব্যারিকেডে দেয়া হয়। তারা বোমা হামলা করে প্রিজনভ্যানটির গতি রোধ করে।


এ সময় জিএমবির সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল আতিকুল ইসলাম (৩০) মারা যান। এছাড়া পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান (৫০) ও পুলিশ কনস্টেবন সোহেল রানা (৩০) গুলিবিদ্ধ হন।


আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আতিকুলের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ‍দুটি বন্দুক উদ্ধার করেছে।


ময়মনসিংহের পুলিশ সুপার মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সব এলাকার পুলিশ বিভাগকে সতর্ক করা হয়েছে। আসামিসহ সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License