টি-টুয়েন্টি বিশ্বকাপের নতুন ভেন্যু সিলেট ক্রিকেট স্টেডিয়াম
উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আসছেন টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের নতুন ভেন্যু সিলেট ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে। এর মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে। তাই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট মহানগরীতে এখন উৎসবের আমেজ। সবাই অধীর আগ্রহে সেই মাহেন্দ্রক্ষণটির অপেক্ষা করছে।
প্রধানমন্ত্রী সিলেট পৌঁছবেন শুক্রবার ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর জিয়ারত করবেন হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার। এরপর বিকেল সাড়ে ৩টায় উদ্বোধন করবেন মহানগরীর উপকণ্ঠে লাক্কাতুরা এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা সিলেট ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি সুধী সমাবেশে ভাষণ দেবেন।
শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রী যেসব রাস্তা দিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সার্কিট হাউস, দরগা ও ক্রিকেট স্টেডিয়াম যাবেন সেসব রাস্তায় নির্মাণ করা হয়েছে অনেক তোরণ। গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা ববস্থা। পুরো মহানগরীকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে সিলেট রেঞ্জের ডিআইজি অব মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া জানিয়েছেন।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, প্রধানমন্ত্রী সিলেটবাসীর স্বপ্ন পূরণ করেছেন। এ জন্যে এ অঞ্চলর ক্রিকেটপ্রেমী মানুষ তার কাছে কৃতজ্ঞ। তদের নতুন প্রত্যাশা, বঙ্গবন্ধুকন্যা সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা ১৪ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করতে উদ্যোগ নেবেন।
আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান মনে করছেন, প্রধানমন্ত্রীর সিলেট আগমনে যেমনি সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হচ্ছে, উপকৃত হচ্ছে দেশ তেমনি দলীয় নেতাকর্মীরাও উজ্জীবিত হবেন।
চলমান ছবিতে ক্লিক করে প্রস্তুতি দেখুন।
No comments:
Post a Comment