শাবিপ্রবিতে তৈরি দ্রোন উড়লো আকাশে ॥ দেশের সামনে খুললো আরেকটি সম্ভাবনার দ্বার
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছিল উড়োজাহাজ বানানোর। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে সেই স্বপ্ন আবার উঁকি দিলো মনে। এমন সময় ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞান ও লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল বললেন, এসো, দ্রোন বানাই। অমনি সহপাঠী রবি কর্মকার ও একেএম মারুফ হোসেন রাহাতকে নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়া। পরে এসে যোগ দেয় আরো এক সহপাঠী সৈয়দ ওমর ফারুক তোহা। চারবন্ধু মিলে দিনরাত পরিশ্রম করে উড়োজাহাজ না হলেও উড়োজাহাজ আকৃতির চালকবিহীন বিমান, যা দ্রোন নামে বিশ্বজুড়ে পরিচিত সেই বিমান বানিয়ে দেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করে দিলো।
দ্রোন দিয়ে যেখানে ইন্টরনেট সংযোগ আছে সেখান থেকেই সবধরনের তথ্য ও ছবি সংগ্রহ করা যায়। সহজে অভিযোন চালানো যায় যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে। এছাড়া সীমান্ত পাহারায় এই নভোযানটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। অন্যদেশ থেকে দ্রোন আমদানি অনেক ব্যয়বহুল; কিন্তু দেশে তৈরিতে তিনভাগের একভাগ অর্থ ব্যয় হবে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
বুধবার ২৯ জানুয়ারি দুপুরে শাবিপ্রবি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে দ্রোনটি আকাশে উড়ানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ জাফর ইকবাল ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ইয়াসমিন হক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। সিলেট মহানগরী থেকে অনেক সাংবাদিকও নতুন প্রজন্মের এ সাফল্যের খবর সংগ্রহ করতে ক্যাম্পাসে ছুটে যান।
No comments:
Post a Comment