আমাদের সিলেট ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১২ উপজেলায় ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপির অভিযোগে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করা হলেও জয়নাল আবেদীন দাবী করেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে খেলাপি নন বলে তিনি ছাড়পত্র গ্রহণ করেছেন।
সূত্র জানায়, চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র পূরণে ত্রুটি, ট্যাঙ ফাঁকি, ভোটার তালিকার সাথে নামের মিল না থাকার কারণে সংশ্লিষ্টদের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানিয়েছেন।
জানা গেছে, জয়নাল আবেদীন ছাড়াও বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে রয়েছেন- জৈন্তাপুরের তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার, সুফিয়া বেগম ও আয়শা খাতুন, জকিগঞ্জের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমদ ও মাহবুবুল হক চৌধুরী।
শুধুমাত্র ব্যাংক একাউন্ট না থাকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ৩ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এছাড়া টিআইএন সার্টিফিকেট সমস্যায় জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমদ ও ভোটার লিস্টে নাম না থাকায় একই উপজেলার মাহবুবুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তারা দু’জনই জানিয়েছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণার আবেদন করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিলের সুযোগ পাবেন। এজন্যে রিটার্নিং অফিসারের নিকট থেকে বাতিল ঘোষণা সংক্রান্ত দলিলপত্রের সত্যায়িত কপি সংগ্রহ করতে হবে।
প্রসঙ্গত: আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় সিলেটের ৬ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে-কোম্পানীগঞ্জ, গেয়াইনঘাট, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও জকিগঞ্জ।
উপজেলা নির্বাচন-২০১৪: সিলেটের ১২ উপজেলায় ৩৩ জনের মনোনয়নপত্র বাতিল
Monday, January 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment