আমাদের সিলেট ডটকম:
বালাগঞ্জে ৫ সন্তানের জননী এক গৃহবধুর অপমৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রহস্যজনক মৃত্যুবরণকারী এ নারীর নাম মোছা. ছালেহা বেগম (৩৫)। তিনি উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের কুদ লতিবপুর গ্রামের জমসেদ আলীর স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করার পর ময়না তদনে-র জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ছালেহা বেগমের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০১, তারিখ ২৬/০১/২০১৪ইং।
বালাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ২টা দিকে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো ছালেহা বেগমের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রোববার সকাল ৯টার সময় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। ছালেহা বেগমের বড়ভাই মারফত আলী বাদী হয়ে রোববার একটি মামলা দায়ের করেছেন। গৃহবধুর রহস্যজনক এ মৃত্যু ঘটনার তদন্ত চলছে।
বালাগঞ্জে ৫ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment